• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

গাজায় যুদ্ধের মধ্যেই ইসরায়েলে নির্বাচনের দাবি বিরোধী দলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ১২:২৭ পিএম
গাজায় যুদ্ধের মধ্যেই ইসরায়েলে নির্বাচনের দাবি বিরোধী দলের
ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ। ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধ চলাকালীন অবস্থায় ইসরায়েলে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী নেতা ইয়ার লাপিদ।

রোববার (১৭ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার গাজায় চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলে নতুন নির্বাচন করার দাবি জানিয়েছেন বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ। তিনি ইয়েদিওথ আহরোনোথ পত্রিকাকে বলেন, “নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব চালিয়ে যেতে পারবেন না। যুদ্ধের সময়ও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।”

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলার সময় ইসরায়েলের কোনো বিরোধী নেতা প্রথমবারের মতো নতুন নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার দায় স্বীকারে ব্যর্থতার জন্য নেতানিয়াহু ক্রমবর্ধমান সমালোচনার মুখে পড়েছেন। এর মধ্যেই ইসরায়েলে নির্বাচনের আহ্বান জানানো হয়।

ইসরায়েলি দৈনিক মারিভে একটি জনমত জরিপে দেখা যায়, মাত্র ২৭ শতাংশ ইসরায়েলি নাগরিক সরকার পরিচালনার জন্য নেতানিয়াহুকে সঠিক ব্যক্তি বলে বিশ্বাস করেন। ৪৯ শতাংশ নাগরিক ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা বেনি গ্যান্টজ দেশের সরকার পরিচালনার জন্য সেরা ব্যক্তিত্ব হিসেবে বিশ্বাস করেন। এদিকে গাজায় যুদ্ধের কারণে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে বলে আশাবাদী ইসরায়েলের অনেক নাগরিক।

২০২২ সালের শেষের দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী নেতা লাপিদের এ বিবৃতির বিষয়ে নেতানিয়াহুর কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Link copied!