• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

গাজায় একদিনে নিহত দুই শতাধিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ০৯:১৪ এএম
গাজায় একদিনে নিহত দুই শতাধিক
আড়াই মাস ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবারের এ হামলায় গাজায় ২০১ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৬৮ জন।

শুক্রবার (২২ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘গাজা প্রস্তাব’ পাস হয়। প্রস্তাবটিতে বলা হয়, গাজার সাধারণ মানুষের কাছে বাধাহীনভাবে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে হবে। প্রস্তাবটি পাস হওয়ার পরের দিনই আরও ২০০ মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

গত ৭ অক্টোবর হামাস অতর্কিতভাবে ইসরায়েলে হামলা চালায়। এ হামলায় ইসরায়েলের ১ হাজার ২০০ জন বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে ওই একইদিন থেকে ইসরায়েল গাজায় ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে আসছে। এরপর ২৮ অক্টোবর তারা স্থল অভিযানও শুরু করে।

টানা আড়াই মাস ধরে চালানো হামলায় এ পর্যন্ত ২০ হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। যার প্রায় ৭০ শতাংশই নারী, শিশু ও বৃদ্ধ।

সেই সঙ্গে আরও ৫২ হাজার ৫৮৬ জন আহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৭০০ জন ফিলিস্তিনি নাগরিক। এছাড়া কয়েক হাজার পরিবার নিঃস্ব হয়ে বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয় নিয়েছেন। এ পরিস্থিতিতে দ্রুত যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে বিশ্ব নেতারা। 

Link copied!