• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৬

দুর্নীতির দায়ে অভিযুক্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২, ০২:১৯ পিএম
দুর্নীতির দায়ে অভিযুক্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী

ঘুষ গ্রহণ ও অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসুর। 

বিবিসি জানায়, এর আগে সৌরশক্তি প্রকল্পের মোট ৪ কোটি ৩০ লাখ ডলার আত্মসাতের তিনটি অভিযোগে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার হাইকোর্টের এক বিচারক ওই সব অভিযোগে সাবেক ফার্স্ট লেডিকে দোষী সাব্যস্ত করেছেন।

দুর্নীতির দায়ে স্বামী নাজিব রাজাকের ১২ বছরের কারাদণ্ডের কয়েক দিনের মধ্যেই মানসুরের এই রায় এলো। যদিও তার বিরুদ্ধে অর্থ পাচার আর কর ফাঁকির আরও ১৭টি অভিযোগের বিচার এখনো বাকি রয়েছে।

৭০ বছর বয়সী রোসমাহ মানসুর তার বিলাসবহুল জীবন আর গয়নাপ্রীতির জন্য পরিচিত। ২০১৮ সালে মালয়েশিয়ার পুলিশ এই দম্পতির বাড়িতে তল্লাশি চালায়।

সে সময় কর্মকর্তারা তাদের বাসভবন থেকে একটি ১ কোটি ৬০ লাখ ডলারের স্বর্ণ ও হীরার নেকলেস, ১৪টি মুকুট ও ২৭২টি হার্মিস ব্যাগ উদ্ধার করেন। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগে অস্বীকার করেছেন রোসমাহ মানসুর।

 

Link copied!