• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

দক্ষিণ গাজায় স্থল অভিযান শুরু ইসরায়েলের, হামাস কমান্ডারকে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০৯:১৪ এএম
দক্ষিণ গাজায় স্থল অভিযান শুরু ইসরায়েলের, হামাস কমান্ডারকে হত্যা
গাজায় স্থল অভিযানে ইসরায়েলি সেনারা। ছবি: বিবিসি

আকাশপথে হামলার পাশাপাশি এবার দক্ষিণ গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। সেখানে এক হামাস কমান্ডারকে হত্যা করার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

খান ইউনিসের উত্তরাঞ্চলে অভিযান চালানো হচ্ছে বলে ইসরায়েলি সেনা পরিচালিত রেডিওতে বলা হয়। খান ইউনিসের পার্শ্ববর্তী অঞ্চলে স্থল অভিযানে অংশ নেওয়া একটি ট্যাংকের ছবির সত্যতা যাচাই করেছে বিবিসি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি বলেন, ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় ‘দৃঢ় ও পুঙ্খানুপুঙ্খভাবে’ লড়াইয়ে অংশ নিয়েছে।

গাজায় দেড় মাসের বেশি সময় হামলার পর ২৪ নভেম্বর ৭ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রথম দফায় ৪ দিনের বিরতি এবং পরবর্তী সময়ে দ্বিতীয় দফায় ২ দিনের এবং পরে আরও একদিন মোট সাতদিনের যুদ্ধবিরতি হয় ইসরায়েল ও হামাসের এ যুদ্ধে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক মহল ও হামাস নতুন করে প্রস্তাব দিলেও তাতে রাজি হয়নি ইসরায়েল।

যুদ্ধবিরতির শেষে শুক্রবার (১ ডিসেম্বর) থেকে ইসরায়েল গাজায় আবারও তাদের নৃশংসতা চালিয়ে যাচ্ছে। 

Link copied!