• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

ইমরান খানের বাড়িতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৩, ১১:০৮ এএম
ইমরান খানের বাড়িতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের জামান খান পার্কের বাসভবনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় দেওয়া এক বক্তব্যে ইমরান খান এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইমরান খান বলেছেন, জামান পার্কের বাসভবনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আমি আশা করি এই আলোচনা আপনার কাছে পৌঁছাবে। ইন্টারনেট বন্ধের একমাত্র উদ্দেশ্য মিডিয়া নিয়ন্ত্রণ করা।

তিনি বলেন, “এই মুহূর্তে দলের কমপক্ষে ১০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে তাদের খুব অমানবিক অবস্থায় রাখা হয়েছে। আমি তাদের বলেছি, ঘরে থাকার দরকার নেই। লুকিয়ে থাকো। মানবাধিকার আজ কোথায়। তারা কোথায় যারা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য আওয়াজ তুলেছিল। আজ যা ঘটছে এর পেছনে কারা এবং কেন হচ্ছে। এতে কি পাকিস্তানের উপকার হচ্ছে নাকি দেশে পরিবর্তন ঘটছে।”

তিনি প্রশ্ন রেখে বলেন, কিছু মানুষ দল ছাড়লে পিটিআই কি শেষ হয়ে যাবে। যারা এটা মনে করে তাদের মাথা পরীক্ষা করা দরকার।

Link copied!