• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

যে কারণে হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্টের পদত্যাগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০২:১৬ পিএম
যে কারণে হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্টের পদত্যাগ
কাতালিন নোভাক। ছবি : সংগৃহীত

হাঙ্গেরিতে শিশু যৌন নিপীড়নে জড়িত এক ব্যক্তিকে ক্ষমা করার জেরে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট কাতালিন নোভাক। শনিবার (১০ ফেব্রুয়ারি) তার এ পদত্যাগের ঘোষণা দেওয়া হয়েছে।

২০২২ সালের মার্চ মাসে তিনি এ দায়িত্ব নিয়েছিলেন। দেশটির প্রেসিডেন্ট পদটি মূলত আলংকারিক। কাতালিন নোভাক হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট।

শিশু যৌন নিপীড়নে জড়িত এক ব্যক্তিকে ক্ষমার বিষয়টি ভুল উল্লেখ করে নোভাক বলেন, ‘আমি আমার পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’

নোভাক এর আগে পারিবারিক নীতিবিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি বলেন, “যাদের কষ্ট দিয়েছি এবং যেসব ভুক্তভোগীর মনে হয়েছে যে আমি তাদের সমর্থন করিনি, আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী। শিশুদের ও তাদের পরিবারের সুরক্ষায় আমি আছি, আমি ছিলাম এবং আমি থাকব।”

একটি শিশুসদনের সাবেক উপপরিচালককে সাধারণ ক্ষমা করায় বিতর্কের সৃষ্টি হয়। ওই ব্যক্তি তার বসের শিশুদের ওপর চালানো যৌন নিপীড়নের বিষয়টি ধামাচাপা দিতে সহায়তা করেন।

গত বছরের এপ্রিলে পোপ ফ্রান্সিসের বুদাপেস্ট সফরের সময় ক্ষমা করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বিষয়টি প্রকাশ পায় গত সপ্তাহে। দেশটির একটি স্বাধীন নিউজ সাইট এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এর পর থেকে দেশটির বিরোধীরা নোভাকের পদত্যাগের আহ্বান জানিয়ে আসছিলেন।

Link copied!