• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

রাশিয়ার নিরাপত্তা সার্ভিসের ভবনে আগুন, নিহত ১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০১:৩৯ পিএম
রাশিয়ার নিরাপত্তা সার্ভিসের ভবনে আগুন, নিহত ১

রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সার্ভিসের (এফএসবি) ব্যবহৃত একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ মার্চ) রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-দনে এ ঘটনা ঘটে। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় ভবনটি যে সড়কে অবস্থিত, তার চারপাশ ঘিরে ফেলা হয়েছে। ভবনটি এফএসবির আঞ্চলিক সীমান্ত টহল বিভাগের।

এক বিবৃতিতে এফএসবির জনসংযোগ দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

তবে বিবৃতিতে তারা হতাহতদের বিষয়ে কোনো তথ্য জানায়নি।

জরুরি পরিষেবার বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএন জানায়, আগুন লাগা ভবনটি দুইতলা। এটিকে গ্যারেজ ও গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

রোস্তভের আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেন, “শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত, যা জ্বালানি ট্যাংকে ছড়িয়ে পড়ে। এতে দুটি দেয়াল ধসে পড়েছে। নিরাপত্তার স্বার্থে ভবনের আশপাশের ফ্ল্যাটগুলোর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।”

এফএসবি হলো রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সার্ভিস এবং এদের দায়িত্ব হলো কাউন্টার ইন্টেলিজেন্স, সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাস দমনে কাজ করা। 

Link copied!