• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

স্থানীয় পর্যায়ের ভোটে দল ব্যর্থ, আগাম নির্বাচনের ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩০, ২০২৩, ০২:৫৬ পিএম
স্থানীয় পর্যায়ের ভোটে দল ব্যর্থ, আগাম নির্বাচনের ঘোষণা

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দেশটিতে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে সানচেজের দল স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) ব্যর্থ হওয়ার এক দিন পর সোমবার জাতির উদ্দেশে দেওয়া ‍এক ভাষণে এমন ঘোষণা দিয়েছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে ব্যর্থ হওয়ায় সানচেজ বলেন, “গতকালের নির্বাচনের ফলাফল দেখে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি বলেন, “যদিও গতকালের নির্বাচনটি ছিল স্থানীয় ও আঞ্চলিক। তারপরও এতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।”

স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলেও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী সানচেজ। এর আগে তিনি বলেছিলেন, তার চার বছরের মেয়াদ শেষ করবেন। আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে পিপলস পার্টির নেতা আলবার্তো নুনেজ ফিজু এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। ভোটারদের তার দলকে সংখ্যাগরিষ্ঠতা প্রদানের আহ্বান জানান।

তিনি  বলেন, “যত তাড়াতাড়ি নির্বাচন হবে ততই ভালো।”

Link copied!