পাকিস্তানকে পানি দেবে না ভারত, তাই পাকিস্তানের পানির নিরাপত্তা নিশ্চিতে মোহমান্দ বাঁধ নির্মাণকাজে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। পাকিস্তানে পানি সরবরাহ বন্ধে ভারতের হুমকির জেরে এ ঘোষণা দেওয়া হয়েছে।
চীনা রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভারতের পেহেলগামে হামলার পর দেশটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানিচুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। এরপরই চীন এই পদক্ষেপ নিল। একে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ২০১৯ সাল থেকে এই বাঁধ নির্মাণে কাজ করছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং করপোরেশন। তারা জানিয়েছে, বর্তমানে প্রকল্পের কংক্রিট ভরাটের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ে কাজ শেষ করাই এখন মূল লক্ষ্য।
বহুমুখী এই প্রকল্পের লক্ষ্য, বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজে সেচ ও শহরে পানি সরবরাহ নিশ্চিত করা।