• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

আনুষ্ঠানিকভাবে রাজা হলেন চার্লস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০৪:৩৬ পিএম
আনুষ্ঠানিকভাবে রাজা হলেন চার্লস

সদ্য প্রয়াত রানি এলিজাবেথের প্রথম সন্তান তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের রাজা ঘোষণা করেছে দ্য একসেশন কাউন্সিল।

বিবিসি জানায়, শনিবার (১০ সেপ্টেম্বর) সেইন্ট জেমস্ প্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে চার্লসকে রাজা ঘোষণা করা হয়। ইতিহাসে প্রথমবারের মতো এই অনুষ্ঠান টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।

যুক্তরাজ্যের জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক ও কর্মকতাদের নিয়ে গঠিত হয় দ্য একসেশন কাউন্সিল। তারা নতুন রাজাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানান।

এর আগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) উত্তরাধিকারী রাজার প্রথম ভাষণে বড় সন্তান উইলিয়ামকে ওয়েলসের যুবরাজ হিসেবে ঘোষণা করেন চার্লস। প্রিন্স উইলিয়াম তার পিতার পূর্বের পদ প্রাপ্ত হয়েছেন এবং তিনিই হবেন যুক্তরাজ্যের পরবর্তী রাজা।

অনুষ্ঠানে কাউন্সিল সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন নতুন যুবরাজ উইলিয়াম, রানি ক্যামেলিয়া ও প্রধানমন্ত্রী লিজ ট্রাস।
 

Link copied!