• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

জাতিসংঘে পুতিনের নিন্দা করলেন বাইডেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০৩:২৬ পিএম
জাতিসংঘে পুতিনের নিন্দা করলেন বাইডেন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

বুধবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তিরস্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এনডিটিভি জানায়, অধিবেশনে ভাষণের এক পর্যায়ে বাইডেন বলেছেন যুদ্ধে জড়িয়ে রাশিয়া জাতিসংঘ সনদের মূলনীতিগুলো লঙ্ঘন করেছে।

বাইডেন আরও বলেন, “একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করছেন পুতিন। ইউক্রেনের কিছু অংশ দখল করে গণভোট আয়োজনের চেষ্টা চলেছ। এটি সম্পূর্ণভাবে জাতিসংঘ সনদের লঙ্ঘন।”

জাতিসংঘের অধিবেশনে এদিন বাইডেন অভিযোগ করেন পুতিন ইউরোপের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। তাছাড়া ইউক্রেনে যুদ্ধে পাঠানোর জন্য আরও সেনা সমাবেশের ঘোষণাসহ দখলকৃত ক্রেমলিন সংযুক্ত করার বিষয়ে পুতিনের পরিকল্পনার সমালোচনা করে সতর্ক করেন তিনি।

এর আগে পুতিনের কর্মকাণ্ডের জন্য জাতিসংঘে নিন্দা জানায় ফ্রান্স ও জার্মানি। পাশাপাশি রাশিয়ার যুদ্ধাপরাধকে বিচারের আওতায় আনার জন্য ট্রাইবুন্যাল গঠন করার দাবি জানায় লিথুনিয়া।

Link copied!