• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

আম্বানি পরিবারের কার পড়াশোনা কতটুকু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৪, ০৮:৪২ পিএম
আম্বানি পরিবারের কার পড়াশোনা কতটুকু
আম্বানি পরিবার। ছবি : সংগৃহীত

এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ভারতের আম্বানি পরিবার। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক্-বিয়েকে কেন্দ্র করে কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম হচ্ছেন তারা। ভারতীয় ধনকুবের এই পরিবারের ব্যয়বহুল-জমকালো প্রাক্-বিয়ের অনুষ্ঠানের প্রেক্ষাপটে এই ব্যবসায়ী পরিবারটির ধনদৌলত নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। তবে ধনদৌলত নয়, পড়াশোনায় এগিয়ে এই পরিবারের সদস্যরা। তারা প্রত্যেকে উচ্চশিক্ষিত।

আম্বানি পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতার তথ্য এক প্রতিবেদনে তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

মুকেশ আম্বানি

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ। তিনি ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন। পরে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন তিনি। ১৯৮০ সালে পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে যোগ দেন মুকেশ।

অনিল আম্বানি

মুকেশের ভাই অনিল আম্বানি। তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের কেসি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের ওয়ার্টনের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন।

নীতা আম্বানি

মুকেশের স্ত্রী নীতা আম্বানি। তিনি মুম্বাইয়ের নরসি মঞ্জি কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিকস থেকে বাণিজ্যে স্নাতক করেছেন। তিনি একজন প্রশিক্ষিত ভরতনাট্যম শিল্পী।

আকাশ আম্বানি

মুকেশ-নীতার বড় ছেলে আকাশ আম্বানি। তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেছেন।

শ্লোকা মেহতা

আকাশের স্ত্রী শ্লোকা মেহতা। তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক করেছেন। এ ছাড়া তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়েছেন।

ইশা আম্বানি

আকাশের যমজ বোন ইশা আম্বানি। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। ইয়েলে তার পড়াশোনার বিষয় ছিল মনোবিজ্ঞান ও দক্ষিণ এশিয়া অধ্যয়ন। এ ছাড়া তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।

আনন্দ পিরামল

ইশার স্বামী আনন্দ পিরামল। তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেছেন। পরে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স করেন।

অনন্ত আম্বানি

মুকেশ-নীতার ছোট ছেলে অনন্ত আম্বানি। তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন।

রাধিকা মার্চেন্ট

অনন্তের বাগ্‌দত্তা রাধিকা মার্চেন্ট। সম্প্রতি অনন্ত-রাধিকার প্রাক্‌-বিয়ের অনুষ্ঠান হলো। আগামী জুলাইয়ে বিয়ে। রাধিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ও অর্থনীতি নিয়ে পড়েছেন। তিনি প্রশিক্ষিত ভরতনাট্যম শিল্পী।

Link copied!