• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

চীনে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ৭ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৩:৪০ পিএম
চীনে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ৭ জনের মৃত্যু

চীনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ৭ জনের মৃত্যু হয়েছে।

চীনের সিসিটিভির বরাত দিয়ে সিএনএন জানায়, সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ১০ কিলোমিটার গভীরতার ভূমিকম্পটি ওই অঞ্চলে আঘাত হানে।

তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে এলাকাটিতে। উদ্ধারকর্মীরা ভূমিকম্পের কারণে সৃষ্ট বিপর্যয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

প্রায় সাড়ে আট কোটি মানুষ বসবাসরত চীনের সিচুয়ান প্রদেশটি বেশ ভূমিকম্পপ্রবণ এলাকা। গত বছর ৬ মাত্রার ভূমিকম্পে সেখান অন্তত তিনজন মারা যায়। আহত হয় ৬০ জন।

এর আগে ২০০৮ সালে ৭.৯ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ মারা যায় সেখানে।

Link copied!