• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

প্যারিসে রেলস্টেশনে ছুরি হামলায় আহত ৬


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০৬:৪৪ পিএম
প্যারিসে রেলস্টেশনে ছুরি হামলায় আহত ৬

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি রেলস্টেশনে এক ব্যক্তি ছুরিকাঘাতে ছয়জন জখম হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর গ্যার দ্যু নর রেলস্টেশনে হামলার এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। খবর রয়টার্সের।  

এ বিষয়ে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীকে বেশ কয়েকবার গুলি করেছে আইন-শৃঙ্খলা বাহিনী এবং গুরুতর আহত অবস্থায় ছুরিকাঘাতকারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলার বিষয়ে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।

এক বিবৃতিতে প্যারিসের প্রসিকিউটর জানিয়েছেন, ঘটনার বিষয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যে কর্মকর্তা হামলাকারীকে গুলি করেছেন তিনি দায়িত্বরত ছিলেন না।

রেডিও ফ্রান্সইনফো ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত রেলওয়ে কোম্পানির এক অপারেটরের উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, এ হামলার ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

Link copied!