• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ জ্বিলকদ ১৪৪৬

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৯:৪১ এএম
আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪

আফ্রিকার দেশ আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

স্থানীয় সময় বুধবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে আলজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর তামানসারেতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দক্ষিণের শহর তামানসারেতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৪টার দিকে একটি বাস এবং একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষের পর বিস্ফোরণ হয়। সে সময় আগুনে দগ্ধ হয়ে ৩৪ জন যাত্রী মারা গেছেন। আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

Link copied!