• ঢাকা
  • সোমবার, ১৬ জুন, ২০২৫, ২ আষাঢ় ১৪৩২, ২০ জ্বিলহজ্জ ১৪৪৬

নুসরাত ফারিয়াকে নিয়ে ফারুকীর মন্তব্য, যে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০২:২০ পিএম
নুসরাত ফারিয়াকে নিয়ে ফারুকীর মন্তব্য, যে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা 
জাহাঙ্গীর আলম চৌধুরী, নুসরাত ফারিয়া ও মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : কোলাজ

অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিমানবন্দরে আটকের বিষয়ে তিনি বলেছেন, “তার নামে মামলা থাকলে আপনি কী করবেন? বিমানবন্দরে ছেড়ে দিলে বলতেন, ছেড়ে দিয়েছেন।” 

সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বিদেশযাত্রার নিষেধাজ্ঞার ব্যাপারে একটি পলিসি আছে। এই পলিসির আওতায় যারা পড়ে তাদের আটকানো হয়। শুধু দুষ্কৃতকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটি নিরীহ লোক যেন কোনো অবস্থাতেই শাস্তি ভোগ না করে, সে ব্যবস্থা অবশ্যই নেব। উনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শেষ হয়নি।”

এসময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনা বিব্রতকর উল্লেখ করায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সংস্কৃতি উপদেষ্টা কী বলেছেন জানি না, তিনি যা বলেছেন সেটি তার ব্যক্তিগত মত। মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে।”

Link copied!