• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

নাইজেরিয়ায় বাস দুর্ঘটনায় ২৫ জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ০১:২৫ পিএম
নাইজেরিয়ায় বাস দুর্ঘটনায় ২৫ জন নিহত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একদল মানুষের একটি জটলার ভেতরে ঢুকে যায়। এরপর বাসটি একটি গাছের মধ্যে ধাক্কা দিলে এতে আগুন ধরে যায়। এ ঘটনায় পথচারী, যাত্রীসহ ২৫ জন নিহত হন। এ ছাড়া আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) দেশটির সংবাদমাধ্যম ডেইলি নাইজেরিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বাউচি রাজ্যের উডুবো গ্রামে যাত্রীবাহী বাসের সামনের টায়ার ফেটে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ১১ জন মানুষের একটি জটলার মধ্য দিয়ে গিয়ে একটি গাছে ধাক্কা মারে। এতে বাসটিতে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান। এদের মধ্যে ৯ জন পুরুষ, ১১ জন নারী, ৫ জন শিশু।

পুলিশের মুখপাত্র আহমেদ মোহাম্মাদ ওয়াকিল এক বিবৃতিতে জানান, গাড়িটিতে আগুন ধরে যাওয়ায় সেটি বিস্ফোরিত হয় এবং এতে ২১ জন যাত্রীর সবাই এমনভাবে পুড়ে মারা যায় তাদের চেনা কঠিন হয়ে পড়ে। এ দুর্ঘটনায় একজন পুলিশ সদস্যসহ চারজন পথচারী মারাত্মকভাবে আহত হন এবং তাদেরে হাসপাতালে নেওয়া হয়। পরে ওই পুলিশ সদস্যও মারা যান।

বাউচি রাজ্যের এফআরএসসির সেক্টর কমান্ডার ইউসুফ আবদুল্লাহি বলেন, “সড়ক দুর্ঘটনাটির আওতায় সব মিলিয়ে ৩৫ জন ছিল। এর মধ্যে ২৫ জন নিহত হয়েছে। ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।”

এ সময় তিনি গাড়িচালকদের রাস্তায় চলাচলের সময় সর্বদা ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

Link copied!