• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

জিমনেশিয়ামের ছাদ ধসে ১১ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ১০:২৮ এএম
জিমনেশিয়ামের ছাদ ধসে ১১ জনের মৃত্যু

চীনের উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চলে প্রবল বৃষ্টিতে একটি স্কুলের জিমনেশিয়ামের ছাদ ধসে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে ১৯ জন আটকে পড়েছে।

এ ঘটনায় শিল্প হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরের ভবনটির দায়িত্বে থাকা ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে সোমবার (২৪ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় সময়র রোববার বেলা ৩টার দিকে চীনে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হতাহতদের মধ্যে অধিকাংশই শিশু, যদিও এ তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

কর্মকর্তারা বলছেন, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ১৫ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে গেছেন।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণকর্মীরা ছাদে পার্লাইট রেখেছিলেন, ভারী বৃষ্টির কারণে এটি প্রসারিত হয়, যা ছাদ ধসে পড়ায় ভূমিকা রাখে।

চীনে নির্মাণ দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা এবং এই ধরনের দুর্ঘটনার জন্য নিরাপত্তার দুর্বলতা ও আইনের দুর্বল প্রয়োগকে দায়ী করা হয়ে থাকে।

Link copied!