নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সোকোতো রাজ্যে বন্দুকধারীদের হামলায় ৪৩ জন নিহত হয়েছে। গভর্নরের কার্যালয়ের বরাতে এই খবর জানিয়েছে আল-জাজিরা।
সামরিক অভিযান এড়াতে এই ডাকাতরা সোকোটোরে স্থানান্তরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে সোকোটোর গভর্নর আমিনু উজিরি তাম্বুওয়াল বলেন, গোরোনিওর একটি বাজারে সাপ্তাহিক হাট বসলে সেখানে রোববার থেকে সোমবার পর্যন্ত হামলা চালায় ডাকাতরা।
গত এক বছরে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল মুক্তিপণের দাবিতে কয়েকশ মানুষ হত্যা ও অপহরণ করেছে স্থানীয় সন্ত্রাসীরা। নিরাপত্তা সংকটে থাকা কয়েক হাজার মানুষকে উদ্ধারে সম্প্রতি সামরিক অভিযান ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী ইলিয়াসু আব্বা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সেখানকার গোরোনিও জেনারেল হাসপাতালের মর্গে ৬০ জনের মরদেহ রয়েছে। এছাড়াও হামলা থেকে পালানোর সময় আহত হয়েছেন অনেকে।
হামলার পর রাজ্যে বাড়তি সেনা মোতায়েনের অনুরোধ জানিয়েছেন সোকোতোর গভর্নর আমিনু ওয়াজিরি তাম্বুয়াল। এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোন সাড়া পায়নি রয়টার্স।