• ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২, ২৫ রবিউস সানি ১৪৪৭

ভারত-সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ১২:৩৯ পিএম
ভারত-সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের
ছবি : সংগৃহীত

পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, খাইবার পাখতুনখাওয়ায় তিন দিনব্যাপী অভিযানে ভারত সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। 'আজম-এ-ইস্তেহকাম' অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। 

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশজুড়ে অভিযান চালিয়ে ভারত সমর্থিত ৩৪ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গত ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার দেশটির আইএসপিআরের দেওয়া এক বিবৃতিতে দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

আইএসপিআরের ভাষ্যমতে, প্রথম অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে কার্যকর হামলা চালায়। তীব্র গোলাগুলির পর ১৮ জন সন্ত্রাসী নিহত হয়।

দ্বিতীয় অভিযানটি হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে, যেখানে আরও আটজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি পাকিস্তানি সেনাবাহিনীর।

একইভাবে, বান্নু জেলায় সংঘটিত তৃতীয় অভিযানে আরও আটজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় আইএসপিআর। বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় এখনও ‘ভারত-সমর্থিত সন্ত্রাসীদের’ খোঁজে তল্লাশি অভিযান চলছে।

Link copied!