পর্ন ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে বাংলাদেশি যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার বান্দরবানের হাজীপাড়ার বালাঘাটা এলাকায় অভিযান চালিয়ে সিআইডির এলআইসি ও সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ পর্ন ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার রাজধানীর মালিবাগে সিআইডি সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান সংস্থাটির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি বলেন, নিজেরা পর্নো ভিডিও তৈরির পাশাপাশি অন্যদেরও তা তৈরিতে সম্পৃক্ত করার চেষ্টা করছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।
সিআইডি জানায়, বিভিন্ন সংবাদমাধ্যমে ওই দুই কনটেন্ট নির্মাতাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। তাতে জানা যায়, এক বছরেই পর্ন তারকাদের একটি আন্তর্জাতিক ওয়েবসাইটের পারফরম্যান্স র্যাঙ্কিংয়ে তারা শীর্ষ স্থানে উঠে আসে। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয়। এক বছরে তাদের প্রকাশিত শতাধিক ভিডিওর বিপুলসংখ্যক ভিউ হয়।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিআইডি জানায়, আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে তারা ভিডিও বিক্রি করত। পাশাপাশি সামাজিক মাধ্যমেও তারা প্রচারণা চালাত। তারা পর্ন ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য অন্যদের প্রলুব্ধ করে বিভিন্ন বার্তা দিয়ে আসছিল। আগ্রহীরা তাদের সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ করলে নানাভাবে উদ্বুদ্ধ করত। টেলিগ্রাম চ্যানেলে নতুন কাউকে যুক্ত করলে নগদ অর্থ দেওয়ার কথা বলত।
সিআইডির মুখপাত্র বলেন, গ্রেপ্তার দুজনের লেখাপড়া প্রাথমিক শিক্ষা পর্যন্ত। তবে অনলাইনে নিজেদের বিলাসবহুল জীবনযাপনের ছবি প্রকাশ করতেন। বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিআইডির মুখপাত্র বলেন, তাদের ভিডিওগুলো বাংলাদেশ থেকে যেন কেউ দেখতে না পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এই কাজের মাধ্যমে তারা কী পরিমাণ অর্থ আয় করেছে কিংবা সেই অর্থ কোন মাধ্যমে দেশে এসেছে, তা জানার চেষ্টা চলছে।
































