• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২, ২৪ রবিউস সানি ১৪৪৭

১ ও ২ টাকার কয়েন নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৮:৫৪ এএম
১ ও ২ টাকার কয়েন নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

১ ও ২ টাকার ধাতব মুদ্রা (কয়েন) ব্যবহার করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এসব ধাতব কয়েন ব্যবহার বৈধ এবং তা গ্রহণে অস্বীকৃতি জানানোর ব্যাপারে সতর্ক করেছে ব্যাংক খাতের এ নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন। কিন্তু কাগজের নোটের পাশাপাশি প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রাই বৈধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব মুদ্রা নগদ লেনদেনে গ্রহণ না করা আইনবিরোধী। সর্বসাধারণকে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা স্বাভাবিকভাবে লেনদেনে ব্যবহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Link copied!