• ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

অবশেষে সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ আদালতের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৮:১২ পিএম
অবশেষে সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ আদালতের

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় অবশেষে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত নির্দেশ দিয়েছেন, রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালমান শাহর মৃত্যুর বিষয়টি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে পুনরায় তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

দীর্ঘ ২৯ বছর পর নতুন মোড়

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, চলচ্চিত্রে যিনি সালমান শাহ নামে পরিচিত। মৃত্যুর পর তার বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী রমনা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরের বছর তিনি মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরের আবেদন করলেও তা আদালত গ্রহণ করেনি।

এরপর প্রায় তিন দশক ধরে চলতে থাকে একের পর এক তদন্ত, প্রতিবেদন ও আপত্তি। সালমান শাহর মা নীলা চৌধুরী বারবার অভিযোগ করেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বিভিন্ন তদন্ত সংস্থার প্রতিবেদন

ঘটনার পর প্রথমে তদন্ত করে সিআইডি, যারা ১৯৯৭ সালে তাদের প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে। পরে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়, এবং ২০১৪ সালে সেই তদন্তেও মৃত্যুকে “অপমৃত্যু” হিসেবে উল্লেখ করা হয়।

এরপর মামলাটি র‌্যাব ও পরে পিবিআই-এর হাতে তদন্তের দায়িত্ব যায়। পিবিআই ২০২০ সালের ফেব্রুয়ারিতে ছয়শ পৃষ্ঠার একটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে, যেখানে বলা হয়— “সালমান শাহ আত্মহত্যা করেছেন, এটি হত্যা নয়।”

২০২১ সালের অক্টোবর মাসে আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন।

নতুন রায়ে পুরনো রহস্যে আলোর আশা

খারিজের সিদ্ধান্তের বিরুদ্ধে সালমান শাহর মা নীলা চৌধুরী আদালতে রিভিশন আবেদন করেন।
সেই আবেদন মঞ্জুর করে সোমবার আদালত পূর্ববর্তী আদেশ বাতিল করেন এবং নতুন করে হত্যা মামলা গ্রহণ ও তদন্তের নির্দেশ দেন।

আদালত নির্দেশে বলা হয়েছে, অভিযোগকারীর পক্ষে দাখিল করা রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি ও কমর উদ্দিনের অভিযোগ সংযুক্ত করে মামলা তদন্ত করতে হবে।

বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানান, “প্রায় তিন দশক পর আমরা আশার আলো দেখছি। সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটনে এটি একটি বড় অগ্রগতি।”

পর্দার নায়ক, অপূর্ণ রহস্য

বাংলাদেশের নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ মাত্র চার বছরে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। তার হঠাৎ মৃত্যু দেশের বিনোদন জগতে নেমে আসে শোকের ছায়া ও রহস্যের ঘূর্ণি। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও একাধিক তদন্তেও পরিষ্কার হয়নি মৃত্যুর প্রকৃত কারণ।

নতুন আদালতের নির্দেশে হয়তো ২৯ বছর ধরে ঘেরা সেই রহস্যের জট খুলতে পারে, এমন প্রত্যাশা ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!