• ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

সবাইকে এটাই বলতে চাই, আমি পালিয়ে যাইনি: বাপ্পী চৌধুরী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৭:২৯ পিএম
সবাইকে এটাই বলতে চাই, আমি পালিয়ে যাইনি: বাপ্পী চৌধুরী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী গেল মাসে উড়াল দেন যুক্তরাষ্ট্রে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় গুঞ্জন, বাপ্পী নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন! এমন আলোচনা নিয়ে মুখ খুললেন তিনি নিজেই। এক সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়েছেন, দেশ ছেড়ে পালিয়ে যাননি, যুক্তরাষ্ট্র সফরের কারণ জানালেন বাপ্পী।

বাপ্পী বলেন, আমি নিজেও অনেক জায়গায় দেখেছি খবর এসেছে যে- বাপ্পী পালিয়ে গেছেন, আর দেশে ফিরবেন না। এসব একদমই সত্য নয়।

এই অভিনেতা বলেন, বিদেশে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। বরং হোমসিক মানুষ আমি, পরিবার ছাড়া থাকতে পারি না। আমি সবাইকে এটাই বলতে চাই, আমি পালিয়ে যাইনি।

এদিকে ‘কাজ না থাকায় দেশ ছেড়েছেন’, এমন মন্তব্য নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই তারকা। তিনি বলেন, অনেকে বলছেন- বাপ্পীর সিনেমায় কাজ নেই। এ জন্য বিদেশে চলে গেছেন তিনি। আমি সেসব মানুষকে জানাতে চাই, সিনেমার কাজ ছাড়াও চলতে পারে বাপ্পী।

গত ১৮ অক্টোবর দেশে ফিরেছেন এ অভিনেতা। মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ব্যবসায়িক কাজে গিয়েছিলাম সেখানে। কয়েকজন বায়ারের সঙ্গে মিটিং ছিল। পাশাপাশি সেখানে চেম্বার অব কমার্সের একটি সামিটেও অংশ নিয়েছি। কিছু নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অনেক দিন হয় বাইরে কোথাও যাওয়া হচ্ছিল না, এ জন্য এই সুযোগে একটু ঘুরে এলাম।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!