জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সংঘর্ষ ও হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দেশব্যাপী মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ‘আমরা জুলাইযোদ্ধা সংসদ’। সংগঠনটির মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় বিক্ষোভ শেষে সাংবাদিকদের কাছে এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান, রোববার (১৯ অক্টোবর) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত দেশের প্রতিটি জেলা শহরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। এর মাধ্যমে তারা হামলার প্রতিবাদ জানাবেন এবং তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানাবেন।

মাসুদ রানা বলেন, আমাদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে এবং তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে আমরা এই কর্মসূচি ঘোষণা করছি। এতে শুধু জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরাই নয়, সাধারণ মানুষও আমাদের সঙ্গে যোগ দেবেন বলে আশা করছি।
তিনি আরও বলেন, জুলাই শহীদদের ‘জাতীয় বীর’, আর আহত ও পঙ্গুদের ‘বীর’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। পাশাপাশি আমাদের জন্য দায়মুক্তি ও সুরক্ষা আইন করতে হবে, যাতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কেউ হয়রানির শিকার না হন।
এর আগে শুক্রবার দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে জুলাইযোদ্ধারা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং অন্তত ২০ জন বিক্ষোভকারী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
































