• ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২, ২৭ রবিউস সানি ১৪৪৭

কাতারের মধ্যস্থতায় পাকিস্তান-আফগানিস্তানের তাৎক্ষণিক যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৯:১৮ এএম
কাতারের মধ্যস্থতায় পাকিস্তান-আফগানিস্তানের তাৎক্ষণিক যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর

কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শনিবার দোহায় উভয় দেশের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং ফলস্বরূপ রবিবার সকালে তারা তাৎক্ষণিক যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করেন।

এই আলোচনায় কাতারের সঙ্গে তুরস্কও মধ্যস্থতা করেছে, যা উভয় পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কাতার জানায়, যুদ্ধবিরতি কার্যকর করার জন্য পরবর্তী সপ্তাহে আরও একটি ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হবে।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটে। সাম্প্রতিক সংঘর্ষগুলোতে শতাধিক প্রাণহানি ও হাজার হাজার আহত হওয়ার আশঙ্কা রয়েছে। সবচেয়ে বড় সংঘর্ষটি দুই সপ্তাহ আগে সংঘটিত হয়, যেখানে পাকিস্তান বিমান হামলা চালায় এবং আফগান সেনারা পাল্টা আক্রমণ চালায়।

পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনে যে, তারা সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং অন্যান্য গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। তবে আফগানিস্তান বরাবরই দাবি করে আসছে যে, তাদের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সহায়তা করা হচ্ছে না।

কাতারের এক মুখপাত্র জানান, যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ হিসেবে উভয় দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন আলোচনার মাধ্যমে সংঘাতের চূড়ান্ত সমাধান করার চেষ্টা করবে।

বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি চুক্তি দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, তবে পূর্ণাঙ্গ স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আরও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

Link copied!