বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজা— এক সময় যাদের ভালোবাসা ছিল উদাহরণস্বরূপ, এখন তারা খবরের শিরোনামে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে। গত কয়েক মাস ধরেই এ দম্পতির ৩৭ বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে— এমন খবর ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে প্রতিবারের মতো এবারও গোবিন্দ–সুনীতা দম্পতি এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তারা দাবি করেছেন, তাদের সম্পর্ক এখনও অটুট, আগের মতোই দৃঢ়।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে গোবিন্দ বলেন, “আমাদের আলাদা করার ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নেই।”
এই বক্তব্যের পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
সম্প্রতি এক মন্দিরে পূজা দিতে গিয়ে সুনীতা আহুজাও সম্পর্ক নিয়ে একই সুরে কথা বলেন। তিনি বলেন, “অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই মন্দিরে আসার। আজ খুব ভালোভাবে পূজা দিতে পেরেছি। মা দেবীর আশীর্বাদে আমি ফুলের মালা আর সবুজ চুড়ি পেয়েছি। এটা আমার জন্য সংকেত— আমার সিঁথির সিঁদুর মা অক্ষত রাখবেন। আমাদের আলাদা করতে পারবে না কেউ।”
তবে মুখে সম্পর্কের দৃঢ়তার কথা বললেও, মাঝেমধ্যে গোবিন্দের আচরণ ও অস্থিরতা নিয়ে সুনীতার আক্ষেপ চোখে পড়ে।
অন্যদিকে, গোবিন্দও স্ত্রীর কথাবার্তাকে অনেক সময় “শিশুসুলভ” বলে উল্লেখ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সুনীতার মন পরিষ্কার। কিন্তু মাঝে মাঝে এমন কিছু বলে ফেলে, যা বলা উচিত নয়।”
গুঞ্জনের মাঝেই সম্প্রতি স্ত্রীকে বিশাল সোনার হার উপহার দেন গোবিন্দ, যা আবারও আলোচনায় এনে দেয় এই দম্পতিকে।
অন্যদিকে, সুনীতার নতুন ভ্লগিং শুরু করা নিয়ে নেটিজেনদের একাংশের মন্তব্য— “এটি হয়তো নতুনভাবে আর্থিক স্বাধীনতা অর্জনের প্রস্তুতি।”
সব মিলিয়ে, একদিকে বিচ্ছেদ গুঞ্জন, অন্যদিকে ভালোবাসার প্রকাশ— এই দুইয়ের টানাপোড়েনে আপাতত আলোচনার কেন্দ্রে গোবিন্দ–সুনীতা দম্পতি।
ভক্তরা আশা করছেন, নব্বইয়ের দশকের ‘হিরো নাম্বার ওয়ান’-এর জীবনের এই অধ্যায়ও যেন শেষ হয় একটি সুখের সমাপ্তিতে।