করোনার টিকাগ্রহণ বাধ্যতামূলক করা ও লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নিউজিল্যান্ডে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের কারণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
আল-জাজিরা জানায়, বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের দুটি প্রবেশপথ ছাড়া সবগুলোই মঙ্গলবার বন্ধ করে ফেলেন। এরপর ব্যাপক পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়।
সকালে সেন্ট্রাল ওয়েলিংটনের শান্তিপূর্ণভাবে মিছিলের পর পার্লামেন্টের বাইরে জমায়েত হন বিক্ষোভকারীরা। এসময় বেশিরভাগ আন্দোলনকারীর মুখে মাস্ক ছিল না।
ব্যক্তি স্বাধীনতার দাবি ও ‘কিউইরা পরীক্ষাগারের ইঁদুর নয়’ এমন বার্তাসহ প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে অনেককে। সরকারকে টিকা বাধ্যতামূলক করার নির্দেশ প্রত্যাহার ও করোনাকালীন বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন তারা।
গত বছর মহামারি শুরুর পর থেকেই সংক্রমণ নিয়ন্ত্রণে সফলতার কারণে বিশ্বব্যাপী প্রশংসিত হয় নিউজিল্যান্ড। তবে করোনার সংক্রামক ডেল্টা ধরনের প্রাদুর্ভাব আবারও বেড়েছে আক্রান্তের সংখ্যা।
তাই করোনার বিরুদ্ধে লড়াইয়ে লকডাউন ও টিকা কর্মসূচী জোরদারের পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। গত মাসে স্বাস্থ্য ও অন্যান্য খাতে শিক্ষক ও কর্মীদের জন্য সম্পূর্ণরূপে টিকাদান বাধ্যতামূলক করার ঘোষণা দেন তিনি।
৯০ ভাগ জনগণ টিকা নেওয়ার পর স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা বাতিল করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে কঠোর বিধিনিষেধের কারণে ক্ষুব্ধ হয়েছে দেশটির অনেক জনগণ। ব্যক্তি স্বাধীনতার দাবিতে সরকারের সমালোচনাও করেছেন অনেকে।