• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

‘ইউক্রেনীয়দের জাতীয়তা মুছে ফেলার চেষ্টা করছেন পুতিন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০১:৫৪ পিএম
‘ইউক্রেনীয়দের জাতীয়তা মুছে ফেলার চেষ্টা করছেন পুতিন’

প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করার অভিযোগ করেছেন তিনি।

বার্তা সংস্থা এপি জানায়, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার এক ভাষণে বাইডেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে ‘গণহত্যা’ ও পুতিন ‘ইউক্রেনীয়দের জাতীয়তা মুছে ফেলার’ চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন। আইওয়াতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন এসব কথা বলেছেন।

সাংবাদিকরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি উদ্ধৃতি উল্লেখ করে বাইডেনকে জিজ্ঞেস করেন, রাশিয়া ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে বলে তিনি মনে করেন কি না। জবাবে বাইডেন বলেন, “হ্যাঁ, আমি এটাকে গণহত্যাই বলবো। ব্যাপারটা এখন অনেকটাই পরিষ্কার এবং এটাও পরিষ্কার হয়ে গেছে যে পুতিন ইউক্রেনীয় জাতীয়তাবাদ ধারণাটিই মুছে ফেলার চেষ্টা করছেন।”

এর আগেও বাইডেন পুতিনের ইউক্রেনের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগের  ইঙ্গিত করেলেও তার যুক্তির পক্ষে বিস্তারিত বিবরণ দেননি। মঙ্গবারের ভাষণে বাইডেন এসব বিষয়ে সরাসরি মন্তব্য করলেও  রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তার নতুন কোন পরিকল্পনা ঘোষণা দেননি।

 

Link copied!