• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

আফগানিস্তানে ঈদ উদযাপন শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১, ২০২২, ০১:৩২ পিএম
আফগানিস্তানে ঈদ উদযাপন শুরু
ছবি: টোলো নিউজ

শনিবার রাতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোববার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে আফগানরা। 

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানায়, রোববার কান্দাহারের ঈদগাহ মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মাওলাবী হিবাতুল্লাহ আখুন্দজাদা। এক অডিও বার্তায় তিনি ঈদের আগমন, দেশে নিরাপত্তা ও ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাকে স্বাগত জানান। আফগান জনগণদের ঈদের শুভেচ্ছাও জানান তিনি।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গভীর রাতে রবিবার ঈদুল ফিতরের প্রথম দিন ঘোষণা করেন। টুইটার অ্যাকাউন্টে সরকারের একটি বিবৃতি উল্লেখ করে তিনি বলেন, ফারাহ, গজনি, কান্দাহার ও ঘোর প্রদেশে ২৭ জন ব্যক্তি অর্ধচন্দ্র দেখেছেন এবং কমিটির কাছে প্রমাণ উপস্থাপন করেছেন। 

শনিবার আফগানিস্তানের সর্বোচ্চ আদালত ঘোষণা করে, ১ মে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। এর আগে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট রায় দেয় যে দেশটির কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই সৌদিতে ঈদুল ফিতরের প্রথম দিন হবে সোমবার।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ইয়েমেন, সুদান, জর্ডানসহ বেশ কয়েকটি ইসলামিক দেশেও সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হবে।

Link copied!