• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৪ জ্বিলকদ ১৪৪৬

শাখায় নয়, খোঁপায় ফুটবে ফুল


সায়্যিদ লুমরান
প্রকাশিত: জুন ২, ২০২২, ০৩:৪৯ পিএম
শাখায় নয়, খোঁপায় ফুটবে ফুল

সুগন্ধী বাতাসে উড়ছে পাখিদের এলোমেলো চুল
মায়াবতী তরুর শাখায় ফুটে আছে পিকাসোর হাতে
আঁকা ফুল—
দ্যাখো হে সুদূরতমা, এই তো বসন্ত!

এলো,

এই দোলপূর্ণিমায় মাটির ডানায় ভর করে;  এলো
প্রকৃতির দেহ ও দুয়ারে :
দুঃখ করো না, হৃদয়েও বসন্ত আসবে একদিন
তখন শাখায় নয়, তোমার খোঁপায় ফুটবে ফুল। 

Link copied!