• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ঘ্রাণ পাচ্ছেন না, কী করবেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ১১:৫৭ এএম
ঘ্রাণ পাচ্ছেন না, কী করবেন?

ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেলে ঘ্রাণশক্তি কমে যায়। বয়সের প্রভাবেও ঘ্রাণশক্তি কমতে পারে। এর বাইরেও 
কখনো হঠাৎ ঘ্রাণশক্তি কমে যেতে পারে । চলুন জেনে নিই আরও কী কারণে কমে ঘ্রাণশক্তি—

 

কারণ
 

  • নাকে আঘাত।
  • নাকে কিংবা সাইনাসে পলিপ।
  • পারকিনসনস, আলঝেইমারস এবং কিছু স্নায়বিক রোগ।
  • ঘ্রাণ সংবেদক স্নায়ুতে আঘাত। মাথার সামনের অংশে আঘাত লাগলে ক্ষতিগ্রস্ত হতে পারে এই স্নায়ু।
  • করোনাভাইরাসের সংক্রমণ।
  • অপুষ্টি।
  • বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শ।
  • কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।
  • মাথায় বা গলায় রেডিয়েশন থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া।
  • ধূমপান।
  • কোকেন সেবন।

করণীয়


যদি সমস্যা না যায়

  • পোড়া ঘ্রাণ বা গ্যাসের ঘ্রাণ না পেলে বাড়িতে অবশ্যই ফায়ার অ্যালার্ম এবং স্মোক অ্যালার্ম লাগিয়ে নিন।
  • ঘ্রাণ না পেলে খাবারের রুচি কমে যেতে পারে। এ রকম ব্যক্তির জন্য এমনভাবে খাবার প্রস্তুত ও পরিবেশন করতে হবে, যাতে খাবার দেখেই খেতে আগ্রহ পান। 
  • আবার খাবারের ঘ্রাণ ঠিক না থাকলে সেই খাবার গ্রহণ করা ঠিক নয়। কিন্তু ঘ্রাণশক্তি কমে গেলে ঘ্রাণ দিয়ে খাবারকে বিচার করা সম্ভব না-ও হতে পারে। তাই খাবারটা কয়েক দিন আগের তৈরি করা হলে কিংবা দেখে খারাপ বলে সন্দেহ হলে সেই খাবার গ্রহণ করা উচিত নয়।

এভাবে বেশিদিন চলতে দেয়া ঠিক হবে না। তাই চিকিৎসকের পরামর্শ দিনে হবে।

Link copied!