গরমকালে ঘাম ও অস্বস্তি থেকে মুক্তি পেতে অনেকেই পাউডার ব্যবহার করেন থাকি। শরীর শুষ্ক রাখা, ঘামের দুর্গন্ধ এড়ানো এবং ফ্রেশ অনুভব করার জন্য ট্যালকম পাউডার কিংবা সুগন্ধিযুক্ত নানা ধরনের পাউডার বেশ জনপ্রিয়। কিন্তু আপনি কি জানেন, এই পাউডার দীর্ঘমেয়াদে ব্যবহার শরীরের জন্য ক্ষতির কারণও হতে পারে।
ট্যালকম পাউডারে ক্ষতিকর উপাদান
বাজারে প্রচলিত অনেক পাউডারে ট্যালক থাকে, যা একটি খনিজ পদার্থ। ট্যালক প্রাকৃতিকভাবে অ্যাসবেস্টস এর মতো ক্ষতিকর উপাদানের সংস্পর্শে থাকতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন ট্যালকম পাউডার ব্যবহারে শ্বাসতন্ত্রের সমস্যা, এমনকি ক্যানসারের ঝুঁকিও তৈরি হতে পারে।
শ্বাসতন্ত্রের সমস্যা
পাউডারের সূক্ষ্ম কণা বাতাসে ভেসে যায়। শিশুদের বা বড়দের নাক-মুখ দিয়ে এই কণা ফুসফুসে প্রবেশ করলে শ্বাসকষ্ট, হাঁচি, কাশি এবং দীর্ঘমেয়াদে অ্যাজমা বা ব্রংকাইটিসের ঝুঁকি বাড়ে।
ত্বকের রন্ধ্র বন্ধ হয়ে যাওয়া
নিয়মিত পাউডার ব্যবহারে ত্বকের রন্ধ্র বন্ধ হয়ে যেতে পারে। ফলে ব্রণ বা র্যাশের সমস্যা দেখা দিতে পারে।
প্রজননতন্ত্রের ক্ষতি
নারীরা যদি নিয়মিত পাউডার গোপন অঙ্গে ব্যবহার করেন, তবে তার প্রভাব ডিম্বাশয় ক্যানসার পর্যন্ত যেতে পারে বলে কিছু গবেষণায় সতর্কতা দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনও মতভেদ রয়েছে, তবে ঝুঁকি এড়ানোই ভালো।
ত্বকের অ্যালার্জি ও সংবেদনশীলতা
সবাই সব ধরনের পাউডার সহ্য করতে পারে না। কিছু মানুষের ক্ষেত্রে পাউডার ব্যবহারে ত্বকে চুলকানি, লালচে ভাব, ফুসকুড়ি বা র্যাশ দেখা দিতে পারে।