• ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২, ২৮ সফর ১৪৪৬

১৩ অভিনেতা-অভিনেত্রী একই ভবনে ফ্ল্যাট কিনে বিপাকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৫:০৪ পিএম
১৩ অভিনেতা-অভিনেত্রী একই ভবনে ফ্ল্যাট কিনে বিপাকে
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা এখন নাটকের শুটিং পাড়া। নাটক-সিনেমার ইনডোর শুটিং যেমন সহজ, তেমনি সহজভাবে আউটডোর শুটিং করা যায়। কেননা, পাশেই শহরতলি। তাই নিজেদের কাজের সুবিধার্থে এই এলাকায় একই ভবনে ১৩-১৪ জন অভিনেতা-অভিনেত্রী ফ্ল্যাট কিনেছেন। ফ্ল্যাটটি যে ভবনে, সেটির নাম ভার্টিকেল-২।

এই ভবনের আটতলায় একটি ফ্ল্যাট কিনেছেন জনপ্রিয় অভিনয় জুটি মাসুম বাসার ও মিলি বাসার। ফ্ল্যাটটি কিনে বিপাকে পড়েছেন তারা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে হওয়ায় সিভিল এভিয়েশন কর্তৃক বলছে, ওই বিল্ডিংয়ের উচ্চতা বেশি।

মাসুম বাসার ২০২৪ সালে সব টাকা পরিশোধ করে ফ্ল্যাটের রেজিস্ট্রি করেন। কিন্তু এখন পড়েছেন বিপদে। সিভিল এভিয়েশন কর্তৃক বলছে, ওই বিল্ডিংয়ের উচ্চতা বেশি, যা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। তাই এই বিল্ডিংয়ের ওপরের দিক থেকে শুরু করে ছাদের বাড়তি স্থাপনা অর্থাৎ সিঁড়িঘর, পানির ট্যাংক, লিফটের মেশিনঘর, তারকাঁটা, বাউন্ডারি ওয়াল, অ্যানটেনা, খুঁটিসহ প্রায় ৩৩ ফুট ভাঙতে হবে।

প্রিয়াংকা রানওয়ে সোসাইটির ভার্টিকেল–২ ভবন। স্থানীয়দের কাছে এটা ‘তারকা বাড়ি’ হিসেবে পরিচিত। ৮তলাসহ ছাদের উপরের দিকের ৩২.৮২ ফুট ভেঙ্গে ফেলার কথা বলছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ

ভবনটি ভাঙলে ক্ষতিগ্রস্ত হবেন আটতলার বাসিন্দা মাসুম বাসার ও মিলি বাসার, নাট্যপরিচালক হিমু আকরাম এবং ভবনমালিক সৌরভ রহমান। এ ছাড়া সাততলার বাসিন্দা অভিনেত্রী নাবিলা ইসলামসহ অন্য ফ্ল্যাটমালিকদের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এ ভবনের ছয়তলায় ফ্ল্যাট কিনেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

ভার্টিকেল-২ নামের ভবনে আরও কয়েকজন অভিনয়শিল্পী ফ্ল্যাট কিনেছেন। তাঁরা হলেন শামীম জামান, নিলয়, শ্যামল মওলা, সামিয়া অথৈ, সাজু খাদেম, আ খ ম হাসান, নাজিয়া হক অর্ষা ও তাঁর স্বামী মোস্তাফিজুর নূর ইমরান এবং আরফান আহমেদ।

তারকারা থাকেন বলে স্থানীয় লোকজন ভবনটিকে ‘তারকা বাড়ি’ হিসেবে চেনে।

প্রিয়াংকা রানওয়ে সোসাইটির একটি ভবনের ছাদ থেকে বিমান অবতরণের দৃশ্য

অভিনয়শিল্পী মাসুম বাশার গণমাধ্যমকে বলেন, ‘নথিপত্র দেখেই আমরা ফ্ল্যাট কিনেছি। এখন সিভিল এভিয়েশনের ভুলে ফ্ল্যাট ভেঙে ফেলা হলে আমাকে ক্ষতিপূরণ কে দেবে?’

সিভিল এভিয়েশন মতে, বিল্ডিংটিতে প্রায় ৩৩ ফুট অবৈধ স্থাপনা আছে। ‘উচ্চতা নীতি’ লঙ্ঘন করে নির্মিত ভবনের অংশ শিগগিরই ভেঙে ফেলা হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন ও রাজউক।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!