দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, দেশ এখন স্থিতিশীল ও নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের ঘোষণা দেওয়া হয়েছে।
এ সময় রোহিঙ্গাদের জাতিগত নির্মূল করা থেকে সশস্ত্র ঘাতকদের থামানো সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকট সমাধানে সোমবার ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। কক্সবাজারের উখিয়ায় আয়োজিত সম্মেলনে ৪০টি দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনের সুপারিশগুলো ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চপর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে। সম্মেলনের প্রথম ২ দিন আলোচনার বিষয় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং তাদের রাখাইনে প্রত্যাবাসন শুরু করা।