• ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

ঘেরের পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৮:৪৯ পিএম
ঘেরের পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

নড়াইল সদর উপজেলায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

মৃত দুই শিশু ওই গ্রামের কৃষক ইকরামুল মোল্যার মেয়ে ও ছেলে। তারা স্থানীয় বি. গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, রোববার বিকালে শিশুদের মা রোকাইয়া বেগম বাড়ির পাশের একটি পুকুরপাড়ে বসে পাটের আঁশ ছাড়াচ্ছিলেন। এ সময় উভয় শিশু সেখানে খেলা করছিল। কিছুক্ষণ পর বাবা তাদের বাড়ি যেতে বলে বাজারে চলে যান; কিন্তু আমেনা ও নাফিস বাড়িতে না গিয়ে মায়ের অগোচরে পুকুরে গোসল করতে নামে। গভীর পানিতে নেমে তারা ডুবে যায়। দীর্ঘ সময় সন্তানদের দেখতে না পেয়ে মা রোকাইয়া বেগম খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা ঘেরের পানির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ঘেরের পানিতে ডুবে আমেনা খাতুন ও নাফিস মোল্যা নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার রাতে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

Link copied!