• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২ জ্বিলকদ ১৪৪৫

ডেঙ্গুর যেসব লক্ষণ দেখলেই নিতে হবে হাসপাতালে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০২:১৭ পিএম
ডেঙ্গুর যেসব লক্ষণ দেখলেই নিতে হবে হাসপাতালে
সংগৃহীত

যেকোনো ভাইরাস তার রূপ বদলে ফেলতে পারে। ডেঙ্গু ভাইরাসও বদলে ফেলেছে তার রূপ। জ্বরের দু-এক দিনের মধ্যেই কারও কারও গুরুতর অবস্থা হয়ে যাচ্ছে। এমনটি হওয়ার কথা নয়। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তর জ্বর হওয়ার দুই দিনের মধ্যে ডেঙ্গু পরীক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। ডেঙ্গুর যেসব লক্ষণ দেখা গেলে হাসপাতালে নিতে হবে চলুন সেগুলো জেনে নিই-

লক্ষণ

  • তীব্র পেটের ব্যথা। দিনে তিনবারের বেশি বমি। দিনে তিনবারের বেশি ডায়রিয়া।
  • শরীরে পানি জমার চিহ্ন, বিশেষ করে পেট ও পায়ের গোড়ালির ওপরের দিকে।
  • দাঁতের মাড়ি, ঠোঁট বা জিহ্বায় রক্তক্ষরণের চিহ্ন।
  • অতিরিক্ত ক্লান্তি অথবা অস্থিরতা।
  • রক্তের প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়া।

এসব লক্ষণ দেখা গেলে যা করতে হবে
রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। শিশুদের ক্ষেত্রে বেশি সতর্ক হতে হবে। যাদের ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, কিডনির অসুখ, লিভারের অসুখ, ক্যানসার বা অন্য কোনো দীর্ঘমেয়াদি অসুখ আছে, তাদের ডেঙ্গু জ্বরের দু-এক দিনের মধ্যেই হাসপাতালে ভর্তি হওয়া উচিত। গর্ভবতী মায়ের ডেঙ্গু হলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিতে হবে।

যারা ঘরে চিকিৎসা নিতে পারেন

  • মুখে পর্যাপ্ত পরিমাণ খেতে পারলে।
  • পর্যাপ্ত প্রস্রাব হলে ও শরীর থেকে রক্তক্ষরণ না হলে।
  • নাড়ির গতি ও রক্তচাপ স্বাভাবিক থাকলে। কোনো শ্বাসকষ্ট না হলে। পেটে ব্যথা না থাকলে
  • শরীরে লালচে দানা না থাকলে। পেটে বা পায়ে পানি জমার চিহ্ন না থাকলে।
  • মানসিকভাবে স্বাভাবিক থাকলে। হেমাটোক্রিটের মাত্রা না বাড়লে।
Link copied!