• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

নারীদের হার্ট অ্যাটাকে ৫ উপসর্গ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৫:০০ পিএম
নারীদের হার্ট অ্যাটাকে ৫ উপসর্গ

হার্ট অ্যাটাকের কোনো বয়স নেই। অল্প বয়সেই হার্ট অ্যাটাক হতে পারে। যদিও এই সমস্যা একদিনে হয় না। ধীরে ধীরে তা শরীরকে কাবু করে দেয়। বিভিন্ন সময় নানা উপসর্গেই এই সমস্যা শরীরকে জানান দেয়। মৃদু উপসর্গে অনেকে হয়তো টের পান না। অনেকে আবার বুকে ব্যথা নিয়েও চেপে থাকেন। নিজের সমস্যা চেপে রাখার প্রবণতা বেশি রয়েছে মেয়েদের মধ্যে। চিকিত্সা না করিয়ে বেশিরভাগ সময়ই তারা রোগ চেপে রাখেন। একসময় তা ভয়ঙ্কর রূপ নেয়। এমনকি প্রাণহানিরও ঘটনা ঘটে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, শারীরবৃত্তীয় বিভিন্ন কারণে নারীদের হার্ট অ্যাটাকের পর বেশি সমস্যা দেখা দেয়। এছাড়াও নারীদের হার্ট অ্যাটাকের উপসর্গগুলোও পুরুষদের থেকে কিছুটা আলাদা। কারণ মেয়েদের ক্ষেত্রেই উপসর্গগুলো মৃদু হয়। 

বিশেষজ্ঞদের মতে, নারীদের ক্ষেত্রে উপসর্গ অনেক সময় বোঝা অসম্ভব হয়ে পড়ে। এতে রোগীর চিকিৎসা পেতেও দেরি হয়।

নারীদের হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ৫টি উপসর্গের কথা উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। এই উপসর্গগুলো দেখা গেলেই দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার কথাও বলেছেন।

  • নারীদের হার্ট অ্যাটাক হলে বুকে অস্বস্তি অনুভব হতে পারে। এক্ষেত্রে যন্ত্রণা বা ব্যথা হয় না। বরং বুকে চাপ লেগে থাকা বা অস্বস্তি অনুভব  করেন।
  • নারীদের হার্ট অ্যাটাক হলে হাত, ঘাড় এবং পিঠে ব্যথা অনুভব হতে পারে। এগুলো অনেক সময় হার্ট অ্যাটাকের আগের উপসর্গও হতে পারে।
  • নারীদের হার্ট অ্যাটাক হলে পাকস্থলী ও পুরো পেটে ব্যথা অনুভব হতে পারে। জ্বালা-পোড়াও অনুভব হতে পারে।
  • নারীদের হার্ট অ্যাটাকে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়। আচমকা শ্বাস- প্রশ্বাসের সমস্যা দেখা দিলেই দ্রুত ডাক্তারের কাছে যাবেন। কারণ এটি হার্ট অ্যাটাকের আগের উপসর্গও হতে পারে।
  • নারীদের মধ্যে ক্লান্তিবোধ দেখা দিতে পারে। বমি ভাব হতে পারে। আচমকা ক্লান্তি ভাব হার্ট অ্যাটাকের উপসর্গ হতে পারে। ঘন ঘন এমন হলে দ্রুত ডাক্তারের কাছে পরামর্শ নিন।

হার্ট অ্যাটাক হলে যা করবেন_

'FAST' বা 'FACE -ARMS-SOUND-TIME' শব্দটি মনে রাখবেন_ 'মুখ-বাহু-শব্দ-সময়'।

মুখ - রোগীর মুখ চেক করুন। তাদের মুখ কি ফেটে গেছে? তাদের মুখ হয়তো একদিকে নেমে গেছে। ব্যক্তিটি হয়তো হাসতে পারছে না অথবা তাদের মুখ বা চোখ ঝাপসা হয়ে গেছে।

বাহু - রোগীর উভয় বাহু লক্ষ্য করুন। এগুলো কি তুলতে পারে? হাতের দুর্বলতা বা অসাড়তার কারণে ব্যক্তিটি একটি বা উভয় বাহু তুলতে সক্ষম নাও হতে পারে।

শব্দ - রোগীর শব্দ কি অস্পষ্ট? তারা কি আপনাকে বোঝে? তাদের শব্দ অস্পষ্ট বা বিকৃত হতে পারে। অথবা রোগীর জ্ঞান থাকার সত্ত্বেও কথা বলতে অক্ষম হতে পারে।

সময় - সময় সমালোচনামূলক। আপনি যদি এই লক্ষণগুলোর মধ্যে কোনটি দেখতে পান, অবিলম্বে ডাক্তারের কাছে রোগীকে নিয়ে যান।

 

সূত্র: মেডিকেল নিউজ টুডে

Link copied!