• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সিয়ামকে ফোন করলেন অরুণা বিশ্বাস, কিন্তু কেন?


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৩:৫৬ পিএম
সিয়ামকে ফোন করলেন অরুণা বিশ্বাস, কিন্তু কেন?

অরুণা বিশ্বাস ও সিয়াম আহমেদ—প্রথমজন আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী। দ্বিতীয়জন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা। অরুণা বিশ্বাস এখন অভিনয় করেন না। সিনেমা পরিচালনা করছেন। পাশাপাশি চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য।

সেন্সর বোর্ডের সদস্য হিসেবে সিয়াম অভিনীত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমা দেখেছেন অরুণা। সিনেমাটিতে সিয়ামের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন তিনি। এই মুগ্ধতার কথা জানাতে তিনি সঙ্গে সঙ্গে সিয়ামকে ফোন করেন।

বিষয়টি নিয়ে সিয়াম বলেন, “ঘটনাটা ব্যাখ্যা করাটা আমার জন্য একটু কঠিন। অরুণা ম্যামের সঙ্গে আমার সম্পর্ক অভিভাবক-সন্তানের মতো। তিনি ফোন দিয়ে একেবারে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে কথা বলেছেন। অভিনয় নিয়ে প্রশংসা করেছেন। আবার এটাও বলেছেন, কোথায় আরও কাজ করার সুযোগ আছে। বিষয়টি আমার খুবই ভালো লেগেছে।”

রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন বিজ্ঞাপন নির্মাতা রনি ভৌমিক। কেন্দ্রীয় চরিত্রে আছেন নোভা-সিয়াম।

সেন্সর সনদ হাতে পাওয়ার পর নির্মাতা রনি ভৌমিক বলেন, “আনকাট ছাড়পত্র পেয়েছি। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন এটা শুনে খুব ভালো লাগছে।”

‘মৃধা বনাম মৃধা’র মাধ্যমে পড় পর্দায় অভিষেক হচ্ছে নোভার। তিনি জানান, শিগগিরই ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

Link copied!