ক্যারিয়ারের শুরুতে দর্শকের কাছে জনপ্রিয় ছিলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। তবে ব্যক্তিগত জীবনে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এখন তার নিন্দুকের পাল্লাই ভারী। আর সেকারণে তাকে নিয়ে সমালোচনার বেলুন উড়তেই থাকে সবসময়।
তবে সেইসব সমালোচনাকে মোটেই পাত্তা দেন না নুসরাত। বরং তা ফুঁ দিয়ে উড়িয়ে দেন। স্বামী যশ দাশগুপ্তর সঙ্গে এখন কাশ্মীরে সময় কাটাচ্ছেন তিনি। সেখানকার মনোরম জায়গায় একের পর এক ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। এর ফাঁকে একটি মোটিভেশনাল ভিডিও শেয়ার করে সমালোচকদের ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “আই অ্যাম নট সরি”। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, আমি দুঃখিত নই। এর মাধ্যমে নুসরাত বোঝাতে চেয়েছেন, ব্যক্তিজীবনের ঘটনাগুলোর জন্য তিনি দুঃখিত নন। অনুতপ্ত নন। যা করেছেন সঠিক করেছেন।
যশের সঙ্গে সম্পর্ক নিয়ে এখন আর কোনও লুকোচুরি নেই নুসরাতের। যদিও তারা বিয়ে করেছেন কি না, তা এখনও স্পষ্ট করে জানাননি। ছেলে ঈশান এই সফরে তাদের সঙ্গী নয়। ঈশানকে কলকাতায় রেখে ভূস্বর্গে একান্তে সময় কাটাচ্ছেন তারা। যশের ছবি তুলে দিচ্ছেন নুসরাত। আবার নায়িকার ছবি তুলে দিচ্ছেন যশ। তাদের সোশ্যাল মিডিয়ায় তার সগর্ব ঘোষণা রয়েইছে।
অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্ক, ঈশানের মা হওয়া—এক লহমায় বদলে দিয়েছে নুসরতের জীবন। প্রেগন্যান্সি পিরিয়ডে ক্রমাগত ট্রোলের শিকার হয়েছেন। তা পাত্তা না দিয়ে নিজের কায়দায় সামলেছেন নিজেকে। কাশ্মীর থেকে কলকাতায় ফিরবেন রোববার। ফিরেই আগামী ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন নুসরাত জাহান। তার মাঝে একান্ত অবকাশ, প্রকৃতিকে যতটা নিংড়ে নেওয়া যায়।