• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্পীদের হারানো গৌরব ফিরিয়ে আনব : রিয়াজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৪:৪০ পিএম
শিল্পীদের হারানো গৌরব ফিরিয়ে আনব : রিয়াজ
ছবি: সংবাদ প্রকাশ

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে জমে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। চলচ্চিত্র তারকাদের হাট বসেছে নির্বাচনকে ঘিরে।

দীর্ঘ ৩০ বছর এবার নির্বাচন করবেন একুশে পদক প্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। প্যানেলের অন্য সদস্যদের নিয়ে বুধবার (১২ জানুয়ারি) ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল বাংলাদেশ শিল্পী সমিতি কাযালয়ে মনোনয়ন জমা দেন। 

সেখানে শিল্পীদের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন চিত্রনায়ক রিয়াজ। 

এ সময় উপস্থিত ছিলেন নায়ক সাইমন, ইমন, নিরব, জেসমিন, গাঙ্গুয়া, আরমান, অমিত হাসান প্রমুখ।

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর একটি মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। অন্যটি ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল। 

নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ও তার দুই সহযোগী বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী এ সময় ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী নায়িকা নিপুণ বলেন, ‘একটি কার্যকরী প্যানেল নিয়ে ভালো কিছুর প্রত্যাশা করছি। সবার দোয়া কামনা করছি। জয় আমাদেরই হবে। 

চিত্রনায়ক বিয়াজ বলেন, ‍“আমরা শিল্পীদের হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই। আমরা সব শিল্পীর পাশে দাড়াতে চাই।” 

এই নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে নির্মাতা সোহানুর রহমান সোহানকে। আর সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

Link copied!