আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপনমনে কাজ করে যাচ্ছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। মুক্তির প্রতীক্ষায় রয়েছে তার তিনটি ছবি। এছাড়া আরও পাঁচটি সিনেমার কাজ চলমান রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন হিরো আলম।
হিরো আলম বলেন, “করোনা একটু স্বাভাবিক হলে আমি এ বছর আমার তিনটি সিনেমা মুক্তি দেব। সিনেমাগুলো হলো ‘বউ জামাইয়ের লড়াই’, ‘নষ্ট হওয়ার কষ্ট’ ও ‘টোকাই’। এর মধ্যে ‘টোকাই’ সিনেমা গত বছর মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে মুক্তি দিতে পারি নাই।
আর কতগুলো ছবির কাজ চলমান রয়েছে জানতে চাইলে হিরো আলম বলেন, “আমার হাতে আরও পাঁচটি সিনেমা রয়েছে। এ বছর এই পাঁচটি সিনেমা শেষ করব। সেই ইচ্ছে আছে আমার। বর্তমানে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটছি। আশা করছি কয়েক দিনের মধ্যে সিনেমা শুটিং ফিরতে পারব আশা করছি।
শিল্পী সমিতির সদস্য না হয়েও ইলিয়ার কাঞ্চন এবং নিপুণ প্যানেলে জন্য ভোট চেয়েছেন হিরো আলম। তিনি বলেন, “আশা করছি সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসবে কাঞ্চন-নিপুণ প্যানেল। আল্লাহর কাছে এই দোয়া করি। ইন্ডাস্ট্রি ও শিল্পী সমিতির বর্তমান যে অবস্থা তাতে করে কাঞ্চন সাহেবের মতো গুণী মানুষকে শিল্পীদের অভিভাবক হিসেবে খুব দরকার। নিপুণ আপার মতো, রিয়াজ ভাইদের মতো মানুষদের দরকার।”