অভিনেত্রী প্রভার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এবার তিনি গায়িকা হিসেবে সামনে এলেন। মৌসুমী ভৌমিকের বিখ্যাত গান ‘আমি শুনেছি সেদিন তুমি’ কভার করেছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র প্রকাশ করেছেন এই অভিনয়শিল্পী।
গান প্রসঙ্গে প্রভা বলেন, “রেকর্ড করার পর গানটা শুনে মা খুব পছন্দ করেন, আবেগপ্রবণ হয়ে পড়েন। তাই ভাবলাম, ইউটিউবে প্রকাশ করি। এখন দেখা যাক, মানুষ কীভাবে নেয়।”
প্রভা জানালেন ছোটবেলা তার মা গান শেখাতে চাইলেও তিনি সেটা পছন্দ করতেন না। তিনি বলেন, “আম্মু আমাকে গান গাওয়াতে চেয়েছিলেন ছোট বেলা থেকেই। কিন্তু গানের চর্চা করতে ভালো লাগত না আমার। তাই গান নিয়ে আর এগোনো হয়নি। বন্ধুদের সামনেও যখন গুনগুন করতাম, তারা প্রশংসা করত। গান গাওয়ার উৎসাহ দিত।”
প্রভার গানের সংগীতায়োজন করেছেন গায়ক ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। তিনি বলেন, “ইমরান ও আমি খুব ভালো বন্ধু। একসঙ্গে আড্ডা দিই। এ রকম আড্ডায় গুনগুন করে গান গাইবার স্বভাব আমার। একদিন আমার গান শুনে ইমরান বলল, চল দোস্ত, তোর গান রেকর্ড করি। এভাবেই গানটিতে কণ্ঠ দেওয়া।”
২২ অক্টোবর গানটির ভিডিও চিত্র প্রভার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। কক্সবাজারের সমুদ্রসৈকতে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটিতে মডেলও হয়েছেন প্রভা।