• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

গীতিকার রাসেল ও’নীলের মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১, ১২:১১ পিএম
গীতিকার রাসেল ও’নীলের মরদেহ উদ্ধার

নিজ বাসার শয়ন কক্ষ থেকে গীতিকার জনপ্রিয় গীতিকার রাসেল ও’নীলের (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচুবাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম জানান, বৃহস্পতিবার রাতে থানার লিচুবাগান এলাকায় নিজ বাসা থেকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। 

পরিবার সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে নিজের রুমে যান রাসেল। রাত সাড়ে ১১টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

একসময় ‘রাসেল ও নীল’ নামে গান লিখতেন মেহবুবুল হাসান রাসেল ও তার বন্ধু ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। পরে রাসেল ও’নীল নামেই পরিচিতি পেতে থাকেন রাসেল। 

রাসেল ও’নীলের লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ​‘দিন বাড়ি যায়’, ‘সূর্য স্নানে চল’, ‘মনটা তোমার কেনা’ প্রভৃতি

Link copied!