• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৯ মুহররম ১৪৪৬

হলিউডের আলোচিত ২ সিনেমা ঢাকায় মুক্তি পাচ্ছে 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ১২:১৪ পিএম
হলিউডের আলোচিত ২ সিনেমা ঢাকায় মুক্তি পাচ্ছে 

সিনেমা ভক্তদের জন্য আরও দুটি আলোচিত ছবি নিয়ে আসছে দেশের মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স, যার মধ্যে রয়েছে জনপ্রিয় ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। এ ছাড়া মুক্তি পাচ্ছে ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’। দুটি ছবিই আজ বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’


হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ মুক্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু। এ যাবৎ পর্দায় এসেছে এই সিরিজের ছয়টি সিনেমা। সব কটি ছবিই দর্শকমহলে কমবেশি আলোড়ন তুলেছে। এবার আসছে নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’র একটি স্বতন্ত্র সিকুয়েল, যা চতুর্থ ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ও ‘জুরাসিক পার্ক’ ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি।


১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ইউনিভার্সেল পিকচার্সের এই ছবি এরই মধ্যে দর্শকদের বিশেষ আগ্রহ তৈরি করেছে। ছবির প্রধান চরিত্রে আছেন স্কারলেট জোহানসন। তাঁর সঙ্গে আরও আছেন মাহেরশালা আলী ও জোনাথন বেইলি। জোহানসনকে দেখা যাবে বিশেষজ্ঞ জোরা বেনেটের ভূমিকায়, অবশিষ্ট ডাইনোসরের প্রজাতি থেকে ডিএনএ সংগ্রহের জন্য নিয়োগ করা হয়েছে তাঁকে। কারণ, কিছু মানুষ চান ডাইনোসরকে ব্যবহার করে পৃথিবীতে তাঁদের কর্তৃত্ব স্থাপন করতে।

জোহানসনের টিমের সদস্য ডানকান কিনকেডের ভূমিকায় অভিনয় করেছেন মাহেরশালা আলী। জোনাথন বেইলি থাকবেন জীবাশ্মবিদ ড. হেনরি লুমিসের চরিত্রে।

‘জুরাসিক ওয়ার্ল্ড-এর সর্বশেষ সিকুয়েল ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’ যেখানে শেষ হয়েছিল, তার পাঁচ বছর পরের গল্প দেখা যাবে নতুন সিনেমায়। এবারের গল্পে দেখা যাবে, জোরা বেনেট দক্ষ কর্মীদের একটি দলকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানে নিয়ে যান, যা মূল জুরাসিক পার্কের একটি দ্বীপ গবেষণাকেন্দ্র। তাঁদের লক্ষ্য হলো ডাইনোসরদের জিনগত উপাদান সংগ্রহ করা, যাদের ডিএনএ মানবজাতির জীবন রক্ষাকারী সুবিধা প্রদান করতে পারে। এ অভিযানে তাঁরা একটি ভয়ংকর ও মর্মান্তিক বিষয় আবিষ্কার করেন, যা কয়েক দশক ধরে বিশ্ব থেকে লুকানো ছিল। গল্পের শেষ দিকে সবাই একটি দ্বীপে আটকা পড়েন এবং এক ভয়ংকর ও মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হন।‘

টোয়েন্টি ইয়ারস লেটার’

চলতি বছর হলিউডে প্রচুর হরর সিনেমা মুক্তি পাচ্ছে এবং বক্স অফিসে দারুণ পারফর্মও করছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো ‘টোয়েন্টি এইট ডেজ লেটার’ সিরিজের নতুন ছবি ‘টোয়েন্টি ইয়ারস লেটার’। গত ২০ জুন মুক্তি পাওয়া এই সিনেমা উত্তর আমেরিকায় উদ্বোধনী দিনে রেকর্ড আয় করেছে। বক্স অফিস মোজোর তথ্য অনুযায়ী, ছবিটি উদ্বোধনী দিনে আয় করেছে ১৪ মিলিয়ন ডলার। মুক্তির প্রথম দিনে এটিই এই ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমার সর্বোচ্চ আয়। সারা বিশ্বে এরই মধ্যে ৫৬৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি।
এই জম্বি থ্রিলার পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। মাত্র ১৪ বছরের অ্যালফি উইলিয়ামস ছবির মূল চরিত্রে অভিনয় করে সিনেমা অনুরাগীদের নজর কেড়েছেন। এ ছাড়া ছবিতে রয়েছেন জোডি কোমার, অ্যারন টেলর জনসন এবং ‘হ্যারি পটার’ সিরিজের ‘লর্ড ভলডেমর্ট’ রাফ ফাইনস।

২০০২ সালে মুক্তি পেয়েছিল ড্যানি বয়েলের হরর–থ্রিলার ‘টোয়েন্টি এইট ডেজ লেটার’। ২০০৭-এ আসে ওই ছবির সিকুয়েল, ‘টোয়েন্টি উইকস লেটার’। ১৮ বছরের অপেক্ষার পর এসেছে ‘টোয়েন্টি এইট’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। নাম শুনেই বোঝা যাচ্ছে ছবির গল্প প্রথম সিনেমার ২৮ বছর পরের ঘটনা। ছবিতে কিছু সার্ভাইভার (যাঁরা রেজ-এ আক্রান্ত হননি) নিজেদের জন্য ছোটখাটো গ্রাম তৈরি করে খুব সাবধানে সেগুলোকে পাহারা দিচ্ছেন, যাতে রেজ ভাইরাস গ্রামের ভেতরে না ঢুকতে পারে। এই পরিস্থিতিতে ১২ বছর বয়সী স্পাইক (অ্যালফি) তার মা আয়লার চিকিৎসার জন্য তাদের গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। রাস্তায় তাদের বিভিন্ন জম্বিদের সঙ্গে ভিড়তে হবে। ছবির শেষের দিকে তারা ডক্টর কেলসনকে খুঁজে পাবে। কেলসন প্রায় তিন দশক ধরে নিজেকে বাঁচিয়ে রেখেছেন জম্বিদের মাঝখানে। ছবির আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এর শুটিং কোনো বড় ও ব্যয়বহুল ক্যামেরা দিয়ে হয়নি। বরং হাতের তালুর সাইজের আইফোন দিয়ে হয়েছে। ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে, যেখানে জম্বির দলের সঙ্গে লড়তে বা তাদের থেকে বাঁচতে হচ্ছে বাকি চরিত্রদের। এই জটিল দৃশ্যগুলো আইফোন দিয়েই শুটিং হয়েছিল বলে জানিয়েছে নিউজ ওয়েবসাইট ‘ওয়াইরড’।

Link copied!