• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

এবার চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্স


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০১:২৭ পিএম
এবার চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্স

যুগের চাহিদার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনের কদর। বিশ্ব এখন মাল্টিপ্লেক্সের যুগে প্রবেশ করছে। যদিও সেদিক থেকে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। তবে স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ রাজধানী ঢাকায় ৪টি এবং বগুড়াতে ১টি সিনেপ্লেক্স নির্মাণ করেছে। এবার তারা বন্দর নগরী চট্টগ্রামে সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

জানা গেছে, বন্দর নগরীর চকবাজার এলাকার নবাব সিরাজুদ্দিন রোডের ‘বালি আর্কেড শপিং কমপ্লেক্স’-এ হবে স্টার সিনেপ্লেক্সের নতুন এই শাখা।

এটি চালুর উদ্দেশ্যে আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্টার সিনেপ্লেক্স ও দ্য ক্যাসাব্লানসার মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হবে। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে দুই পক্ষ চুক্তিতে সাক্ষর করবেন। সেখানেই এ সম্পর্কে বিস্তারিত জানাবেন তারা।

Link copied!