• ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২,
  • ৪ রবিউস সানি ১৪৪৭
ছেলেকে নিয়ে ফেসবুকে অপু বিশ্বাস

‘তোমার হাসি, সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০১:৫১ পিএম
‘তোমার হাসি, সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য’

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও মেগাস্টার শাকিব খানের একমাত্র পুত্র আব্রাম খান জয় আজ (২৭ সেপ্টেম্বর) পূর্ণ করল ১০ বছর। ২০১৬ সালের এই দিনে জন্ম নেয় জয়। দেখতে দেখতে শৈশবের নয়টি বছর পার করে সে আজ আনুষ্ঠানিকভাবে কিশোর জীবনে পা রাখলো।

বিশেষ এই দিনে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অপু বিশ্বাস। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি প্রকাশ করেন তিনি। একটি ছবিতে মা-ছেলেকে সোফায় বসে হাসিমুখে দেখা যায়, অন্যটিতে রয়েছে জন্মদিনের কেক।

ছেলেকে উদ্দেশ করে ক্যাপশনে অপু লেখেন— “শুভ জন্মদিন, আমার প্রিয় জয়। তোমার হাসি আর সরলতা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তোমার সব স্বপ্ন যেন একদিন পূর্ণ হয়। মা সবসময় তোমার পাশে থাকবে—আজীবন।”

অপু বিশ্বাসের এই ভালোবাসা-মাখা পোস্ট মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। অনেকেই জয়কে শুভেচ্ছা জানিয়ে কমেন্টে শুভকামনা জানান।

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দীর্ঘ আট বছর আড়ালে সংসার করার পর ২০১৬ সালে জয় জন্ম নেওয়ার পর অপু প্রকাশ্যে আনেন তাদের বিয়ে ও সন্তানের খবর।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!