• ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২,
  • ৪ রবিউস সানি ১৪৪৭

কুমার শানু-কুনিকার পরকীয়া বিতর্কে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৪:০৫ পিএম
কুমার শানু-কুনিকার পরকীয়া বিতর্কে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানুর ব্যক্তিগত জীবন বহুবার আলোচনার জন্ম দিয়েছে। প্রথম সংসার বাঁধেন রীতা ভট্টাচার্যের সঙ্গে। তবে সেই দাম্পত্যে থেকেও অভিনেত্রী কুনিকা সদানন্দর সঙ্গে তার সম্পর্কের খবর শোবিজে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল।

সম্প্রতি সালমান খানের সঞ্চালিত জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস–এর উনিশতম সিজনে অংশ নেন কুনিকা। সেখানেই পুরোনো সম্পর্ক নিয়ে বারবার কথা বলেছেন তিনি। কুনিকার দাবি, কুমার শানু তাকে ছেড়ে অন্য নারীর কাছে চলে গিয়েছিলেন, আর সেই আঘাতের ভার তিনি টেনে বেড়াচ্ছেন গত ২৭ বছর ধরে।

এই মন্তব্যে শোবিজে নতুন করে বিতর্কের ঝড় উঠলেও নীরব আছেন কুমার শানু। তবে চুপ থাকেননি তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। তিনি বলেন, “শানুজি যখন কুনিকার সঙ্গে সম্পর্কে ছিলেন, তখনও উনি (কুনিকা) আমার স্বামী ছিলেন। তখন আমার ছেলে গর্ভে ছিল। তাই শুধু শোকের গল্প বললে চলবে না, সত্যটাও সামনে আনতে হবে।”

রীতা আরও প্রশ্ন তোলেন, “তিনি (কুনিকা) বলছেন ২৭ বছর ধরে দুঃখ চেপে রেখেছেন। অথচ তার তো ২৬ বছরের ছেলে আছে। তাহলে এই দুঃখের হিসাবটা কীভাবে মেলে?”

উল্লেখ্য, আশির দশকের শেষ দিকে রীতা ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার শানু। এই সংসারে তাদের তিন সন্তান জন্ম নেয়। তবে রীতার সঙ্গেই দাম্পত্য চলাকালে কুনিকার সঙ্গে জড়িয়ে পড়েন শানু। সেই সময় কুনিকাও ছিলেন বিবাহিত—মাত্র ১৮ বছর বয়সে দিল্লির অভি কোঠারিকে বিয়ে করেছিলেন তিনি, এবং তাদের একটি পুত্র সন্তানও রয়েছে।

পরে ১৯৯৪ সালে রীতার সঙ্গে কুমার শানুর বিচ্ছেদ হয়। কিন্তু কুনিকার সঙ্গে তার সম্পর্কও টেকেনি। এরপর ২০০১ সালে সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন এই কিংবদন্তি গায়ক। এই দাম্পত্যে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।

অন্যদিকে, কুনিকা দ্বিতীয়বার বিয়ে করেন বিনয় লাল নামে এক ব্যক্তিকে। সেই সংসারেও একটি ছেলে জন্ম নেয়, তবে সম্পর্ক বেশিদিন টেকেনি। বর্তমানে তিনি একাই সন্তানদের দায়িত্ব সামলাচ্ছেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!