দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার প্রেম, বিয়ে ও বিচ্ছেদ—সবই একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। ২০০৬ সালে দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করেন তারা। দাম্পত্য জীবনে আসে একটি কন্যাসন্তান। তবে ১১ বছর পর, ২০১৭ সালে সেই সংসারে বাজে বিচ্ছেদের ঘণ্টা।
বিচ্ছেদের পর মিথিলা মেয়েকে নিয়ে আলাদা জীবন শুরু করেন। কিছুদিন একা থাকার পর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন তিনি। অপরদিকে, দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাকর রোজাকে বিয়ে করেন তাহসান।
তবে এসব এখন অতীত। চলতি সপ্তাহে আবারও আলোচনায় এসেছেন তাহসান। অস্ট্রেলিয়ায় এক কনসার্টে দাঁড়িয়ে ঘোষণা দেন—এটাই তার জীবনের শেষ কনসার্ট। অর্থাৎ, অভিনয়ের পর এবার গান থেকেও বিদায় নিচ্ছেন তিনি। কারণ হিসেবে জানিয়েছেন, কন্যাসন্তানের বড় হওয়া ও তার প্রতি পূর্ণ মনোযোগ দেওয়ার ইচ্ছা।
অন্যদিকে, এই সময়েই আলোচনায় উঠে আসেন মিথিলা। সাবেক স্বামীর দ্বিতীয় বিয়েকে সমর্থন জানিয়ে তিনি বলেন, তাহসানের সুখেই তিনি খুশি। তবে শোবিজ অঙ্গনে কানাঘুষা—সৃজিতের সঙ্গে নাকি বনিবনা ভালো যাচ্ছে না তার। এমনকি মেয়েকে কলকাতা থেকে ঢাকায় এনে নতুন করে স্কুলে ভর্তি করিয়েছেন তিনি। তাই অনেকে ধারণা করছেন, ধীরে ধীরে কলকাতার অধ্যায় শেষ করছেন মিথিলা।
এদিকে ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনের মাঝেও কর্মক্ষেত্রে নতুন অধ্যায়ে পা রাখছেন অভিনেত্রী। সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি। এবার প্রথমবারের মতো ‘ডক্টর’ উপাধি নিয়ে হাজির হচ্ছেন টিভি পর্দায়।