হানিয়া আমির ঢাকায় আসার পর গুঞ্জন ছড়ায়, শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির। ঢাকার পাঁচ তারকা একটি হোটেলে একটি পণ্যের প্রচারণা অনুষ্ঠানে অংশ নেন এই পাকিস্তানি অভিনেত্রী। সেখান থেকেই ঘটনার সূত্রপাত, সেখানে উপস্থাপক জানতে চান, ‘শাহরুখ খান নাকি শাকিব খান—কে আপনার পছন্দ?’
জবাবে পাকিস্তানি অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।’ এ ঘটনার পর সিনেমাপ্রেমীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, শাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন শাকিব খান। পরে তরুণ নির্মাতা সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমার লুক টেস্ট ও শুটিং–পূর্ববর্তী কাজে অংশ নেন। তাহলে কি এ সিনেমায় থাকবেন হানিয়া আমির? এ বিষয়ে সিনেমার পরিচালক সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁদের সিনেমায় হানিয়া আমির নেই। ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের মধ্যেই আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমার শুটিংও শুরু করবেন শাকিব খান। এই সিনেমার পরিচালকও একই কথা জানালেন, তাঁদের সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকাকে আপাতত দেখা যাচ্ছে না।